বাঘা হাতালী মাঠের ওয়াজ মাহফিল কাল
1 min read
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটে গোলাপগঞ্জ উপজেলার বাঘায় খরিফায়ে মাদানী রহঃ হযরত শায়খে বাঘা রহঃ স্মৃতি বিজড়িত ঐতিহাসিক বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল বাঘা হাতালী মাঠে আগামিকাল ১৪ ফেব্রুয়ারি সকাল ১১ টা থেকে শুরু হতে যাচ্ছে।
মাহফিল পরিচালনা কমিটির সূত্রে জানা যায়, ২দিন ব্যাপী মাহফিলের ১ম দিন আগামিকাল গুরুত্বপূর্ণ বয়ান করবেন শায়খুল হাদিস হযরত মাওলানা নজরুল ইসলাম ক্বাসেমি ঢাকা, শায়খুল হাদিস হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ ক্বাসেমি ঢাকা,শায়খুল হাদিস হযরত মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জী সহ দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও ইসলামী স্কলারগণ বয়ান পেশ করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন বাঘা গোলাপনগর আরাবিয়া ইসলামীয়া দারুল হাদিস মাদ্রাসার মুহতামিম হযরত হাফিজ জামিল আহমদ,দারুল হাদিস মাদ্রাসাতুল বানাত বাঘা গৌরাবাড়ির মুহতামিম হযরত মাওলানা ফরিদ উদ্দিন ।
পরিচালনা কমিটির পক্ষ থেকে মাহফিলে তৌহিদী জনতাকে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে আহবান করা হয়েছে।
উল্লেখ্য যে, প্রতি বছর হাতালীর (শায়খে বাঘা রহঃ) বার্ষিক এই মাহফিলের দিন অল্প হলেও বৃষ্টি হয়, এলাকাবাসী মনে করেন যেহেতু এই মাহফিল ১মবার হয়ে ছিল বৃষ্টি র জন্য,তাই ঐ মাহফিলের দিন সেখানে প্রতি বছরে আল্লাহর রহমতে বৃষ্টি হয়।
বিঞ্জপ্তি।