March 20, 2023

Shimanterahban24

Online News Paper

বিজ্ঞ আলেমদের পরামর্শে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষানীতি প্রণয়ন করুন: যুব জমিয়ত বাংলাদেশ

1 min read

 

দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহীমুল হক বলেছেন, বাংলাদেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ, এই দেশের ৯০ ভাগ মানুষ মুসলিম সম্প্রদায়ের।

তাই এদেশের শিক্ষানীতি, সিলেবাস ও শিক্ষা কারিকুলাম হওয়া উচিত ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন । কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, বর্তমানের সিলেবাস আমাদের আগামী প্রজন্মকে ধর্মহীন শিক্ষার দিকে ঠেলে দিতে যাচ্ছে । নানা অসঙ্গতি পরিলক্ষিত হচ্ছে। অত্যন্ত জঘন্য কুফুরি মতবাদ ‘বিবর্তনবাদ’ ও ভারতবর্ষের মুসলিম শাসকদের হেয়করণসহ বেশ কিছু বিষয় সিলেবাসে অন্তর্ভুক্তিকরণ ইতিমধ্যেই সমালোচিত হচ্ছে। সরকারকে সাধুবাদ জানাই যে, বিষয়টি গুরুত্ব দিয়ে কয়েকটি বিতর্কিত অধ্যায়ের পাঠদান প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ।

তিনি আরও বলেন যে, শুধু পাঠদান প্রত্যাহার নয় সরকারি সম্পদের অপব্যবহার ও দায়িত্বের খেয়ানতের কারণে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে । এবং অনতিবিলম্বে ধর্মীয় বিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে একটি ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষানীতি ও সিলেবাস প্রণয়ন করতে হবে ।

যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল বলেন, বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ নিত্য প্রয়োজনীয় বাজারের মাত্রাতিরিক্ত মূল্যবৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস। সাধারণ জনগণের দুমুঠো ভাত জোগাড় করতে চরম হিমশিম অবস্থা । অনতিবিলম্বে তেল, গ্যাস বিদ্যুৎসহ সকল কিছুর মূল্য কমাতে হবে ।

গতকাল (১১ ই ফেব্রুয়ারি ২০২৩) যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার মিটিং-এ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

এ সময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি মাওলানা ফেরদাউস মাহমুদ, মাওলানা খন্দকার গিয়াস উদ্দিন, মাওলানা আম্মার বারকোটি, সাংগঠনিক সম্পাদক মাওলানা চৌধুরী নাসির আহমদ ,সহ সংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন ,মাওলানা আশরাফুজ্জামান, মাওলানা আব্দুর রহমান জামিল, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আতাউর রহমান, অর্থ সম্পাদক মাওলানা শাহ আক্তারুজ্জামান ,সহ অর্থ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহকারি দপ্তর সম্পাদক মাওলানা মুক্তাদির আহমদ,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাওলানা মাহমুদ হাসান, সহ পাঠাগার সম্পাদক মাওলানা হাবিবুল্লাহ আশরাফ, সহ-দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক মাওলানা আকরাম শেখ প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.