মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানীর ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত - Shimanterahban24
March 28, 2023

Shimanterahban24

Online News Paper

মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানীর ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ী প্রদান অনুষ্ঠিত

1 min read

রাজধানীর মানিকনগরে মুফতি ইমরানুল বারী সিরাজী প্রতিষ্ঠিত মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানীর ইফতা বিভাগের ছাত্রদের পাগড়ীপ্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) মানিকনগর সর্দারবাড়ী সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সর্ববৃহৎ দ্বীনি বিদ্যাপীঠ আল-জামিআতুল আহলিয়া দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা ইয়াহইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আলেমেদ্বীন জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আলোচনা করেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের বিভাগীয় প্রধান মুফতি রফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা এনায়েতুল্লাহ, আমেরিকা প্রবাসী মুফতি মোহাম্মদ ইসমাইল, বারিধারা মাদরাসার মুহাদ্দিস মুফতি জাবের কাসেমী, মুফতি আব্দুল্লাহ ইয়াহ‌ইয়া, পীরজাদা হাফেজ শিব্বির আহমদ শিবলী।

অনুষ্ঠানে বক্তারা নবীন ফারেগীনদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক হেদায়েতী বয়ান করেন। দেশি-বিদেশি বিভিন্ন বাতিল ফেরকার মোকাবেলায় তরুণদের বুদ্ধিবৃত্তিক মোকাবেলা করা, আমৃত্যু ইলমের চর্চা অব্যাহত রাখা এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে জনগণের পাশে দাড়ানোর আহবান জানান।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এবছর ৪০ জন ছাত্র মারকাজুশ শাইখ আরশাদ আল মাদানী থেকে ইফতা সমাপন করে সম্মানসূচক পাগড়ি গ্রহণ করেন।

প্রতিষ্ঠানটির সভাপতি ও আল বাশার ইন্টার ন্যাশনাল লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জহির উদ্দিনের সভাপতিত্বে ও মুফতি মারজানুল বারী সিরাজীর পরিচালনায় উপস্থিত ছিলেন মাসিক মঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ, শায়খুল হাদিস পরিষদের সদস্য সচিব মাওলানা হাসান জুনায়েদ, মারকাজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা আনোয়ার হোসাইন রাজী, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, মুফতি সানাউল্লাহ খান, রেডিও ৭১ এর মাওলানা মামুন চৌধুরী, মাওলানা আজিজুর রহমান হেলাল, দৈনিক নয়া দিগন্তের সহ-সম্পাদক মাওলানা বেলায়ত হোসাইন, নিজাম উদ্দিন আল আদনান, ইয়াসিন মাহমুদ বরকতুল্লাহ, বান্দা ইমদাদুল্লাহ, মুফতি উবায়দুর রহমান হাম্মাদ, পিপলস রেডিও এর মুফতি ইসহাক মাহমুদ রফিকী, আল মাদানী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইমতিয়াজউদ্দিন সাব্বির, মাওলানা আতাউর রহমান আতিকী, মাওলানা আনসারুল হক ইমরান, মুফতি ইব্রাহিম হোসাইন, মুফতি উবায়দুর রহমান খান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.