৫ মাস ২২ দিনে হাফেজ হলো কানাইঘাটের তাসবিহা
1 min read
মাত্র ৫ মাস ২২ দিনে পবিত্র কুরআন মুখস্থ (হিফজ) করেছে সিলেট জেলার কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বিরদল ছোটফৌদ গ্রামের মেয়ে তাসবিহা । সোনাপুর দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা এনামুল হক্ব (শাহরিয়ার) এর ৫ মেয়ের মধ্যে তাসবিহা ২য় ।
সিলেটের উপশহর E ব্লকে অবস্থিত মডেল গার্লস হিফজ মাদরাসা থেকে সে হিফজ সম্পূর্ণ করে।
সে সুনাপুর দাখিল মাদরাসা থেকে দাখিল পরিক্ষায় উত্তীর্ণ হয়ে মনসুরিয়া কামিল মাদরাসায় ভর্তি হয়, আলিম ১ম বর্ষে পড়া কালিন হিফজে ভর্তি হয় এবং ৫ মাস ২২ দিনে হিফজ সম্পূর্ণ করে।