পাঠ্যপুস্তক বোর্ডে বিশেষজ্ঞ আলেমদের যুক্ত করতে হবে: জমিয়ত
1 min read
আজ সোমবার দুপুর ১২ টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় অফিসে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় শিক্ষা কারিকুলামে বিজাতীয় আগ্রাসর বন্ধ, অনৈসলামিক বিষয়গুলো বাতিল ও পাঠ্যপুস্তক বোর্ডে বিশেষজ্ঞ আলেমদের যুক্ত করার দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত শায়খুল হাদীস ও চলন্ত ইতিহাসবিদ, জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, আব্দুর রব ইউসুফী, সাবেক এমপি এ্যাড. শাহীনুর পাশা চৌধুরী, জমিয়ত মহাসচিব মুঞ্জুরুল ইসলাম আফেন্দী, জমিয়তের আন্দর্জাতিক বিষয়ক সম্পাদক ড. মাওলানা শোয়াইব আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, ঢাকা মহানগনর উত্তর এর সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।