০৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে গালা ২০২৩ - Shimanterahban24
March 31, 2023

Shimanterahban24

Online News Paper

০৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে গালা ২০২৩

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: মিশিগানের ওয়ারেন সিটির ২৭৮০০ গেরোগে মেরেলি ডিআর ইউএ ডবিলউ রিজন-১ আজ ০৪ ফেব্রুয়ারী, রোজ শনিবার বিকাল ৪ টায় গালা ২০২৩ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উল্লেখ করা আবশ্যক যে মিশিগান বেঙ্গল দীর্ঘদিন যাবত এখানকার ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক অঙ্গনে ভূমিকা রেখে আসছে। তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব, কমিউনিটি, মিডিয়া ব্যক্তিত্ব তাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংগঠনের কর্ণধার সাংবাদিক অনন্ত সাইফ।

উক্ত অনুষ্ঠানে আরও থাকছে মিশিগানের জনপ্রিয় সংগীত শিল্পীদের মনমাতানো গান ও ব্রান্ড সংগীত।

এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডেট্রয়েট সিটির ডেপুটি মেয়র টড রেডিশন, বিশিষ্ট চিকিৎসক, দার্শনিক ও দাতা দেবাশীষ মৃধা, ইউনিভার্সিটি অব মিশিগানের অধ্যাপক ড. কামরুল মজুমদার, ইউনিয়ন অব অটোমেটিক ওয়ার্কস মিশিগান রিজন-১ এর পরিচালক লশন ইংলিশ, ডেমোক্রেটিক পার্টির ভাইস চেয়ারম্যান নাজমুল হোসেন সাহিন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির সবুজ, বেঙ্গল ইন্সুরেন্সের পরিচালক রাসেল আলীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠানটি স্পন্সর করেছে এসএমএন লোন বেঙ্গল ইন্সুরেন্স টামারক হোন্ডা, এএইচ রিয়েল স্টেইট ওজেএম গ্রুপ।

এতে মিশিগানে বসবাসরত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কমিউনিটি লিডারসহ সংবাদকর্মীবৃন্দের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের কর্ণধার সাংবাদিক অনন্ত সাইফসহ নেতৃবৃন্দ।

তারা সকলের উপস্থিতি ও সহযোগিতাও কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.