শায়খে বাঘা রহ. স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বার্ষিক মাহফিল ১৪-১৫ ফেব্রুয়ারী
1 min read
আগামী ১৪-১৫ ফেব্রুয়ারী (মঙ্গল ও বুধবার) গোলাপগঞ্জের ঐতিহ্যবাহী শায়খে বাঘা রহ. এর স্মৃতি বিজড়িত বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে।
খলিফায়ে মাদানি হযরত বশির আহমদ শায়খে বাঘার রেখে যাওয়া এক আদর্শ গোলাপগঞ্জ তথা বাঘা অঞ্চলবাসীর কাছে।
শীতকালীন বৃষ্টি বিহীন দিনে আল্লাহর রহমতের বারিধারা তথা বৃষ্টি বর্ষণের জন্য খোলা মাঠে ধর্মীয় আলোচনা পরবর্তীতে সম্মিলিতভাবে দোয়া চাইতেন শায়খে বাঘা। সেই ধারাবাহিকতায় আজ অবদি চলে আসছে বার্ষিক এই দোয়া মাহফিল।
গোলাপগঞ্জবাসীর কাছে এটা চিরাচরিত এক রীতি। শায়খে বাঘার ভালোবাসা বুকে আগলে রেখে তার এই মহৎ কর্ম এখনও স্মরণ করে।
জানা যায় যে, আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারীর শায়খে বাঘার স্মৃতি বিজড়িত এই বার্ষিক মাহফিলে নসিহত করবেন শায়খুল হাদীস নুরুল ইসলাম খান, নজরুল ইসলাম কাসেমী, খুরশিদ আলম কাসেমী, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, তাফহিমুল হক হবিগঞ্জীসহ সিলেটের স্থানীয় বুজুর্গ উলামাগণ।
উল্লেখ্য যে, প্রতি বছর শায়খে বাঘার বার্ষিক এই মাহফিলের দিন অল্প অল্প বৃষ্টিতে সয়লাব হয় বাঘা অঞ্চল। আর এটি বাঘাবাসী খুব সাচ্ছন্দ্যবোধ করে।