গোয়াইনঘাটে অবৈধ যানবাহন অতিরিক্ত ভাড়া, যত্রতত্র ষ্টেশন - Shimanterahban24
March 23, 2023

Shimanterahban24

Online News Paper

গোয়াইনঘাটে অবৈধ যানবাহন অতিরিক্ত ভাড়া, যত্রতত্র ষ্টেশন

1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গেয়াইনঘাটে রাস্তা ভাঙ্গার অজুহাতে যানবাহন ভাড়া বাড়ে, রাস্তা ভালো হলে ভাড়া আর কমে না। যাত্রীরা জিম্মী, শিক্ষার্থীরা উদ্বিগ্ন। যত্রতত্র ষ্টেশন প্রয়োজন কর্তৃপক্ষের  হস্তক্ষেপ।
গোয়াইনঘাটের বিভিন্ন সড়কে  অবৈধ যানবাহন অদক্ষ চালক দিয়ে যাত্রী পরিবহনে দীর্ঘদিন থেকে আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া, যাত্রীরা জিম্মী, শিক্ষার্থীরা প্রতিদিনের অধ্যয়ন গ্রহন হচ্চে বাধাগ্রস্ত।
যানবাহনের নিদৃষ্ট ষ্টেশন থাকা সত্বেও উপজেলা সদরে বিভিন্ন প্রশাসনিক অফিসের সামনে দেড় থেকে দু’শ মিটারের মধ্যে অবৈধ অটোবাইক ষ্টেশন গড়ে তুলা হয়েছে ফলে বাজারে আসা লোকজনের যাতায়াতে এবং অফিস আদালতে সেবা গ্রহনে বিড়ম্বনায় পড়তে হয় জনসাধারনের।
সাবরেজিস্টার, সহকারী কমিশনারভূমি,ইউনিয়ন ভূমি অফিসের সামনে অটোবাইকের দীর্ঘ লাইন থাকায় সেবা গ্রনহকারী নারী পুরুষ প্রতিদিনই বিরক্তিকর অবস্হায় পড়তে হয়, বাজার ও প্রশাসনিক সড়কে সৃষ্টি হয় যানজটের। গুরুত্বপূর্ণ কাজে প্রশাসন, পুলিশের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটলেও নেয়া হচ্ছে না কোন ব্যবস্তা।
 অবেৈধ যানবাহন অদক্ষ শিশু চালক দিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন হলেও পড়ছেনা সংশ্লিষ্টদের নজরে, বাড়ছে ঝুকি দূর্ঘটনা।
গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট, রাধানগর গোয়াইনঘাট, গোয়াইনঘাট হাদারপার রাস্তায় পূর্বের চেয়ে ৩ /৪গুন বেশী ভাড়া আদায় হচ্ছে।
গোয়াইনঘাট থেকে হাদারপার ৬০টাকা,আহারকান্দি,৩০ মাতুরতল,৪০ রাধানগর মাত্র ৬ কিঃ মিঃ রাস্তায় সিএনজি  ভাড়া দিতে হচ্চে ৩০টাকা।রাস্তা ভাংগার অজুহাতে বাড়া বাড়ানো হলেও মেরামতের পরও বর্ধিত ভাড়া আদায় হচ্ছে।
 অটোবাইক অবৈধ হলেও গোয়াইনঘাটের প্রশাসনিকঅফিসের সামনা,সড়ক,বাজারজুড়ে রয়েছে ষ্টেশন।ঐ সকল যানবাহনে ৮জন যাত্রী ছাড়া গন্তব্যে ছুটেনা যেখানে ৪জন কোনমতে বসা যায়।আদায় হয় তাদের ইচ্চেমত ভাড়া।
এলাকার শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলকলেজে যেতে হলে ৮জন যাত্রীর অপক্ষায় ক্লাশের সময় পার করতে হয়। মুক্তি যোদ্ধা সিরাজ উদ্দিন,ছাতার গ্রামের আঃ ছালাম বলেন অটোবাইকে এখন রাস্তা ভাল হওয়ার পরও অতিরিক্ত ভাড়া আদায় করছে, রয়েছে জীবনের ঝকিও,এ ছাড়া প্রতিদিন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থী আসা যাওয়ার ব্যয় মেটানো কষ্টকর হচ্ছে।
যাত্ররা বলেন অটো বাইকে৮ জন যাত্রী বসা যায়না,সেখানে স্কুল কলেজের মহিলা শিক্ষার্থীরা বিব্রতকর আবস্হায় পড়তে হয়। মিশুক নিয়ে ২জন যাত্রী যাতায়াত করার কথা থাকলেও ৫জনের ভাড়া দিতে হয়।
গোয়াইনঘাটে যাতায়াতে যাত্রীসাধারণ অবৈধ চালক,যানবাহনের জিম্মীদশায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ  নিরব রয়েছে। এলাকাবাসী  যাত্রীসাধারনের প্রত্যাশা যানবাহনে ঝুকি, অতিরিক্ত  ভাড়া থেকে পরিত্রানের ব্যবস্হাগ্রহনে কতৃপক্ষ  আন্তরিক হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.