জলছার বাজারে ক্ষতিকর রং মিশ্রিত মিষ্টিদ্রব্য তৈরীতে বাধা, সুপারী জব্দ - Shimanterahban24
April 2, 2023

Shimanterahban24

Online News Paper

জলছার বাজারে ক্ষতিকর রং মিশ্রিত মিষ্টিদ্রব্য তৈরীতে বাধা, সুপারী জব্দ

1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের বিভিন্ন জলছার বাজারে একশ্রেণীর চিহ্নিত লোভী ব্যবসায়ী চক্র প্রতিবছর ভোক্তাদের প্রতারনা করে বিষাক্ত রং মিশিয়ে লাল জিলাপি তৈরী করে শিশুসহ সাধারন ক্রেতাদের আকৃষ্ট করে।রং মিশ্রিত সুপারী, মসলা দিয়েে পান সাজিয়ে বিক্রি করা হয় যাহা মানবদেহে ক্ষতিকর। শিশুদের লোভনীয় ঐ দ্রব্যাদি বিক্রি করতে স্বাস্হ্যবিভাগ বার বার অভিযান চালালেও চিহ্নত ব্যসায়ীদের দমাতে পারছে না।
গত২ ফেব্রুয়ারী বেলা ১ টায় উপজেলার জাতুগ্রাম জলছার বাজারে স্নাস্হ্য পরিদর্শক রমজান আলী বাজার পরিদর্শন করে একটি দোকানে কাপড়ের রং মিশ্রত আমীরতি তৈরীর খামির (প্রায় ২০কেজি) আটক করেন।
পরে দোকানদার সমবেত লোকজনের সামনে ক্ষতিকর মিষ্টদ্রব্য আর তৈরী  ও বিক্রি করবেনা বলে কথা দিলে ছেড়ে দেয়া হয়,পরে বাজারে আরও ২টি দোকান একই দ্রব্যতৈরী পৰস্তুতিতে পাইলে তাদেরকে সতর্ক করে দেয়া হয়।এলাকার লোকজন বলেন রং মিশিয়ে ঐ চক্রই ভেজাল খাদ্য তৈরী ও বিক্রি করে বিভিন্ন জলছার বাজারে।
দামও দ্বিগুন নেয়া হয় কিন্ত প্রতারনার হাত থেকে রক্ষা পচ্ছেনা ভোক্তারা।পরে তিনি কাপড়ের রং মিশ্রিত  প্রায় ২ কেজি সুপারী জব্দ করে জনসম্মুকে ধ্বংস করে সমবেত লোকদের স্বাস্হ্য বিষয়ে সচেতন করেন।
তিনি মারত্মক ক্ষতিকর রং মিশ্রিত মিষ্ঠিদ্রব্য পানসুপারী গ্রহন থেকে বিরত থাকতে  এবং কেউ বিক্রি করলে তাকে জানানোর অনুরুধ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.