গোয়াইনঘাটে ই’ফার মাসিক সভা
1 min read
নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে: এফ এস আজিজ
গোয়াইনঘাট প্রতিনিধি :: নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে শিক্ষকদের প্রতি আহব্বান জানালেন ফিল্ড সুপার আব্দুল আজিজ।
১ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ই’ফা গোয়াইনঘাট উপজেলার মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
মডেল কেয়ারটেকার সালেহ আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাঃ কেয়ারটেকার মাওঃ ফরিদউদ্দিন কয়েস, মাওঃ ফয়সলসহ ই’ফা কর্মকর্তারা।
পরে কেন্দ্রের বিভিন্ন উপকরণ দেয়া হয়। সভায় একটি শিক্ষক সমিতি গঠনের বিষয়ে উপস্থিত শি্ক্ষকরা ঐক্যমত পোষণ করেন। পরে ৩ জন কেন্দ্র শিক্ষকের ইনতেকালে তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।