বাণিজ্য নগরী চট্রগ্রামে আয়োজিত হলো বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর এক দিনে ৩ স্থানে ক্যাম্পেইন
1 min read
“বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি, চট্রগ্রাম জেলা” এর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও রক্তদানে উদ্ভুদ্ধ করণ আজ ৩১ ই জানুয়ারি (মঙ্গলবার) চট্রগ্রামে তিনটি ভিন্ন স্থানে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
আজকে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৬৪তম ক্যাম্পেইন হিসাবে চট্রগ্রামে আয়োজিত হয়। সকাল ১০ টায় চট্রগ্রাম জেলার, মিরসরাই, বারইয়ারহাট দারুল কোরআন ইসলামি একাডেমি প্রাঙ্গণে শুভ উদ্ভোধন করেন চট্রগ্রাম জেলা সমন্বয়ক “মোঃ ফরহাদ হোসেন”। উক্ত ক্যাম্পেইন এ মোট ১৭৮জন মাদ্রাসা শিক্ষার্থীকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ জানিয়ে দিতে সফল হয় চট্রগ্রাম জেলা শাখা।
অন্যদিকে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৬৫তম ক্যাম্পেইন চট্রগ্রাম জেলার, মিরসরাই, বারইয়ারহাট আশরাফুল উলুম তাহফিজুল কোরআন মাদরাসা প্রাঙ্গণে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সুষ্ঠ ভাবে অনুষ্ঠিত হয়েছে। উক্ত ক্যাম্পেইন এ মোট ২০৭জন মাদ্রাসা শিক্ষার্থীকে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সবশেষে চট্রগ্রাম জেলার, মিরসরাই, বারইয়ারহাট রওজাতুল উলুম ওবাইদিয়া মাদরাসা প্রাঙ্গণে বন্ধুমহল ব্লাড ডোনার সোসাইটি এর ৬৬তম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উক্ত ক্যাম্পেইন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ১৪৫জন মাদ্রাসা শিক্ষার্থীকে বিনামূল্যে তাদের ব্লাড গ্রুপ জানিয়ে দেওয়া হয়েছে।
সারাদেশব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের অংশ হিসেবে চট্রগ্রামে আয়োজিত হলো ৬৪তম, ৬৫তম এবং ৬৬তম ফ্রী ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।