মিশিগানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: মিশিগানের ওয়ারেন সিটির স্পাইসি-২১ রেষ্টুরেন্টে গত ২৯ জানুয়ারী (রোববার) মিশিগানে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের এক সভা অনুষ্ঠিত হয়।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠন উপলক্ষে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। প্রাক্তন ছাত্র আজিজ চৌধুরীর সভাপতিত্বে এতে আলোচনায় অংশ নেন জুবেরুল ইসলাম চৌধুরী খোকন, ইকবাল ফয়েজ স্বপন, ফয়সল আহমদ, সৈয়দ রেজা, কেএম আমিনুল ইসলাম, এএইচএম আহসানুল হাইসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে গঠনতন্ত্র প্রণয়নসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে ফলপ্রসু আলোচনা শেষে শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজকবৃন্দ।
শেষাংশে সবাইকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।