দীর্ঘদিন পর প্রাণ ফিরে পাবে সরকারী পুকুরটি
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট সদরের প্রাণকেন্দ্র সরকারী স্কুল, মডেল মসজিদ ও ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন সরকারী পুকুরটি সংস্কার করে পানির উৎস সৃষ্টি ও পরিবেশ রক্ষায় উদ্যোগ নিয়েছে প্রশাসন। ফলে ময়লা আবর্জনার স্তুপ আর দূর্গন্ধময় পরিবেশ থেকে রক্ষা পাবে গোয়াইনঘাট।
বাজারের বর্জ্যে ভরে গিয়েছিল বিশাল সরকারী পুকুরটি। উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান সুষ্ট বর্জ্য ব্যবস্হপনার উদ্যোগে পকুরটি আবার সংস্কার করতে সেচের কাজ শেষ হয়েছ।একই সাথে মডেল মসজিদের সামনে মডেল স্কুলের পুকুর সংস্কারের জন্য সেচা হয়েছে।ঐ এলাকার পরিবেশ রক্ষা ও শোভা বর্ধনে এই উদ্যোগ জনমনে প্রশংসিত হচ্ছে।
গত ১৭ জানুয়ারী প্রায় ২ঘন্টা সময় হাসপাতাল ষ্ঠ্যান্ড থেকে তিতারাই হয়ে সমগ্র বাজার ঘুরে যত্রতত্র আবর্জনার স্তুপ দেখতে পান ইউএনও। সুষ্ট বর্জ্য ব্যবস্হাপনার আওতায় এনে পরিবেশে রক্ষার উদ্যোগ নেন তিনি। সেই লক্ষে তিতারাই গ্রামের উত্তরে বিশাল গর্ত করা হয়েছে যেখানে প্রতিদিনের ময়লা ফেলা হবে।
এই উদ্যোগে সদরের পরিবেশ রক্ষার পাশাপাশি পুকুর সংস্কারে পানির দীর্ঘস্হায়ী উৎস পাবে বজারসহ আবাসিক বাসিন্দারা আর দীর্ঘদিন পর হারানো রুপ ফিরে পাবে সরকারি পুকুরটি।