বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে বিয়াম ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
সোমবার সকালে বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ সহকারী কমিশনার ভূমি তানবীর হোসেন। বেলা ৩ টায় শুরু হয় শিক্ষার্থী ও অভিভাবকদের অংশ গ্রহনে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরষ্কার বিতরণ।
উপাধ্যক্ষ নূরুল ইসলামের সভাপতিত্বে সাইদুর রহমানের সঞ্চালনায় পুরষকার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মালিক, অভিভাবক মাহবুবুর রহমান ঝুরু, জিল্লুররহমান, বেলাল উদ্দিন, তাপস দাসসহ বিদ্যালয়ের শিক্ষক ও অন্যান্য অভিভাবকগণ।