দিকভ্রান্ত ছাত্র সমাজকে ফিরিয়ে আনতে ছাত্র জমিয়তের প্রতিষ্ঠা হয়: ফরহাদ আহমদ
1 min read
আবু তালহা তোফায়েল :: স্বাধীনতার পূর্ববর্তী ও পরবর্তীতে এদেশের ছাত্র রাজনীতি অঙ্গাঅঙ্গীভাবে জড়িত, কিন্তু খুব সুক্ষ্মভাবে লক্ষ্য করলে দেখা যায় স্বাধীনতার পরবর্তী ছাত্র রাজনীতি স্বাধীনতার পূর্ববর্তী ছাত্র রাজনীতির সাথে কোনো মিল নেই। স্বাধীনতার পূর্বে প্রত্যেক জাতীয় স্বার্থে ছাত্রনেতাদের রক্ত জড়িয়েছে কিন্তু স্বাধীনতার পরে ছাত্রনেতারা লুটপাট, খুন, ধর্ষণে লিপ্ত হয়েছে। এমনকি মাদারিসে কওমিয়ায়ও এমন হিংস্র ছাত্র রাজনীতির কালো থাবা পড়ার শঙ্কা দেখা দিয়েছে, ছাত্র সমাজ দিকভ্রান্ত হয়ে বিপথগামী হচ্ছে। নানান প্রতিকূল পরিস্থিতিতে দারুল উলুম দেওবন্দের আদর্শিক রাজনৈতিক কাফেলা জমিয়ত তার ছাত্র সংগঠন তথা ছাত্র জমিয়তের আত্মপ্রকাশ ঘটায় ৯০ এর দশকে। এরপর থেকে ধারাবাহিকভাবে ছাত্র জমিয়তের কাজ সারাদেশে ব্যাপী চলে আসছে।
২৬ জানুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩টায় ছাত্র জমিয়তের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ছাত্র জমিয়তের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা ফরহাদ আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।
শাখা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাউসার আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র জমিয়তের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য তাহমিদ হাসান।
উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি ইয়াহইয়া হামিদি, আবু তালহা তোফায়েল, আবুল কাশেম, সালমান চৌধুরী, ওয়াহিদুর রহমান, ফয়সাল আহমদ, জাহিদ হাসান প্রমুখ।