গোয়াইনঘাটে ছাত্র মজলিসের শীতবস্ত্র বিতরণ
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার গোয়াইনঘাট থানা সদরস্থ হাফিজ আব্দুল হাকিম ভিলায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
ছাত্র মজলিস গোয়াইনঘাট উপজেলা উত্তর সভাপতি ছাত্রনেতা মারজানুল আযহার জুনেদের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ রুহুল আমীন। সভায় বক্তরা বলেন আমাদের স্ব স্ব অবস্হান থেকে শীতার্ত মানুষের পাশে থাকা প্রয়োজন। ছাত্র সংগটনের এমন মহতি উদ্যোগ আল্লাহ যেন কবুল করেন।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আখলাকুল আম্বিয়া, সহ-সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, সংগঠনের সিলেট পূর্বজেলা অফিস ও প্রচার সম্পাদক আমিরুল ইসলাম আমিন, সমাজসেবক হাফিজ তাজুল ইসলাম, গোয়াইনঘাট প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আব্দুল মালিক,
সংগঠনের গোয়াইনঘাট উত্তরের সাবেক সভাপতি তানজিল হোসেন ও গোলাপগঞ্জ উপজেলা দক্ষিণের সেক্রেটারি ইমাদ উদ্দিন প্রমুখ।
পরে এলাকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরন করেন অতিথিরা।