বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের সভাপতির যুক্তরাজ্যে গমনে সংবর্ধনা
1 min read
ছাত্র জমিয়ত বাংলাদেশের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার সরকারী কলেজ শাখার সভাপতি আব্দুল কাদির জাফরের যুক্তরাজ্যে গমণ উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (২২জানুয়ারি) সন্ধ্যায় বিয়ানীবাজার জেস্ট রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও কলেজ ছাত্র জমিয়তের সেক্রেটারি এবাদুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল হামিদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ দিলওয়ার হোসাইন, যুব জমিয়ত নেতা আব্দুল্লাহ আল মামুন, সুহাইল আহমদ, পৌর ছাত্র জমিয়তের সভাপতি শরীফুল হাসান, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সেক্রেটারি জাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম, পৌর ছাত্র জমিয়তের সেক্রেটারি আসআদুজ্জামান, মুড়িয়া ইউনিয়ন ছাত্র জমিয়তের সভাপতি আশরাফুল ইসলাম সহ বিয়ানীবাজার উপজেলা, বিয়ানীবাজার সরকারি কলেজ, পৌর ছাত্র জমিয়তের নেতাকর্মীবৃন্দ।
সভায় বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়ত, উপজেলা ছাত্র জমিয়ত, ও মুড়িয়া ইউনিয়ন ছাত্র জমিয়তের পক্ষ থেকে বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র জমিয়তের সভাপতি আব্দুল কাদির জাফরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সিলেট জেলা যুব জমিয়ত নেতা মাও. আবুল কালামের দোয়ার মাধ্যমে আলোচনা সভা ও সংবর্ধনা সভার সমাপ্তি হয়।