গোয়াইনঘাটে কিশোর-কিশোরী ক্লাবের পুরষ্কার বিতরণ
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: কিশের-কিশোরী ক্লাবে জীবন দক্ষতামূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের অধীকার প্রতিষ্ঠা,বাল্যবিবাহ ও যৌতুক প্রতারোধ, ইতিবাচক মনোভাবসৃ্ষ্টি, ঝরে পড়ার হার কমানো প্রভৃতি বিষয় সচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করছে। সংঙ্গীত আবৃত্তি বিষয়ে প্রতিযোগিদের বিজয়ীদের করা হচ্ছে পুরষ্কৃত।
গোয়াইনঘাট উপজেলায় মহিলা ও শিশু বিষয়ক কার্যালয়ের অধীনে ৯টি কিশোর-কিশোরী ক্লাবের মধ্যে ১০নং পশ্চিম আলীরগাঁও ইউপি ক্লাবের সংগীত ও আবৃত্তি প্রতিযেগীতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয় পুকাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।
২১ জনুয়ারী সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত সভায় উপস্থিত থেকে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আব্দুল মালিক,মহিলা বিষয়ক কার্যালয়ের শামীম আহমদ, জেন্ডার প্রমোটর আনোয়ারা আক্তার,সংগীত শিক্ষক দীপা, আবৃত্তি শিক্ষক লাকী রানী।
এ ছাড়া পশ্চিম জাফলং ইউপি ক্লাবের কিশোর-কিশোরীদের সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে গত ৬ জানুয়ারী সকাল ১০টায় গেয়াইনঘাট আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে পরষ্কার প্রদান করা হয়।
জানা যায় পর্যায়ক্রমে ৯ টিক্লাবের ক্লাবের বিজয়ীদের নিয়ে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।