ছাত্রনেতা মাহবুব হাসান (রহ.)স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
1 min read
মোহনগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান (রহ.)স্মরণে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮) জানুয়ারি) স্থানীয় জামে মসজিদে এ মাহফিল সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক। এছাড়াও মাহবুব হাসানের পিতা মোঃ কামাল মিয়া, বড় ভাই মিজানূর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত এবং ছাত্র জমিয়তের দায়িত্বশীলরা দোয়ায় অংশ নেন।
উল্লেখ্য, আত্মশুদ্ধির জন্য বিশ্ব ইজতেমায় শরিক হতে নেত্রকোনা থেকে ঢাকায় এসেছিলেন তিনি। টঙ্গী ষ্টেশনে রাস্তা পারাপারের সময় সিরাজগঞ্জ এক্সপ্রেসের ধাক্কায় ইন্তেকাল হয় তাঁর।