মিশিগানে মাহবুব রহমানের জানাজা সম্পন্ন: বিভিন্ন মহলের শোক
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: মিশিগানের ওয়ারেন সিটিতে বসবাসরত ছাতক মাধবপুর নিবাসী, ছাতক এসোসিয়েশন অব মিশিগানের উপদেষ্টা, সুনামগঞ্জ ডিসি অফিসের সাবেক একাউন্টেন্ট ও শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক সাংবাদিক ফয়সল আহমদ মুন্নার শ্বশুড় মাহবুবুর রহমান(৬২) চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে গত শুক্রবার বিকেল ৫.৪৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমাের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার নিকটাত্মীয় পরিচিত জনসহ কমিউনিটির অনেকেই ফোন করে খোঁজ খবর নেন ও মরহুমের পরিবারের সবাইকে শান্তনা ও সমবেদনা জানান।
মরহুমের নামাজে জানাজা পরদিন শনিবার বাদ জোহর আলফালাহ জামে মসজিদে সম্পন্ন শেষে স্থানীয় কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের নামাযে জানাজার ইমামতি করেন আলফালাহ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল লতিফ আজম।
এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদেরকে গভীর সমবেদনা ও শান্তনা জানিয়েছেন বাংলা প্রেসক্লাব অব মিশিগান ইউএসএ-এর সভাপতি সিনিয়র সাংবাদিক হেলাল উদ্দিন রানা ও সাধারণ সম্পাদক ইকবাল ফেরদৌসসহ সাংবাদিকবৃন্দ, ছাতক এসোসিয়েশন অব মিশিগান-এর সভাপতি রাইসুজ্জামান মুকুল ও সাধারণ সম্পাদক রাসেল আহমদ, গোলাপগঞ্জ সমিতির সভাপতি হেলাাল খান, জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি আবুল হোসেন সোলায়মান ও সাধারণ সম্পাদক হাবিব রহমান, বাংলাদেশী আমেরিকান বিজনেস এসোসিয়েশন অব মিশিগান ইউএসএ এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদ, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর সভাপতি জাভেদ চৌধুরী। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তিনি যেন জান্নাতবাসী হোন মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করেছেন।