সরকারের সফল শিক্ষানীতি জাতির জন্য মাইলফলক: প্রবাসী মন্ত্রী ইমরান আহমদ
1 min readসরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,দেশের শিক্ষা ব্যবস্হাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের সকল প্রয়াস অব্যাহত আছে। শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্তমান সরকার কাজ করছে বলেই আজ আমরা সফল।
সরকারের সফল শিক্ষানীতি জাতির জন্য এক মাইলফলক। আমাদের প্রতি সরকারের প্রধানমন্ত্রীর সাফ নির্দেশনা আগে শিক্ষা গুরুত্ব দিতে হবে। আজ অজপাড়াগাঁয়ে বিদ্যালয় সমুহতে বহুতল ভবন হচ্ছে। কম্পিউটার ল্যাব হচ্ছে।
আধুনিক পাঠদান ব্যবস্হা গড়ে উঠছে,শিক্ষার্থীদের বিভিন্ন ভিত্তি প্রদানসহ নানা সুযোগ সুবিধা প্রদান এসবই আমাদের শিক্ষা বান্ধব প্রধানমন্ত্রীর উপহার। দেশের শিক্ষা বিপ্লবের মহানায়ক শেখ হাসিনা।
তার হাতেই দেশ নিরাপদ। একজন সফল অধিনায়কের ভালো নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় পৃথিবীতে দূরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
তিনি বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাটের ফতেহপুর ইউনিয়নের একাধিক উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন।
শিক্ষার উন্নয়ন ও প্রসারে সরকারের পাশাপাশি বিত্তবান এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি বলেন,সরকার সারা দেশে শিক্ষা সহায়তা ট্রাস্টের মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে।
আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে ততোবারই জনগণের জন্য কাজ করেছে এবং শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছে। দেশের শিক্ষা ব্যবস্হার আমুল পরিবর্তন ও উন্নয়নের জনক আওয়ামী লীগ।
বাংলাদেশের প্রথম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ও আওয়ামীলীগ সরকার করেছে,চিকিৎসা বিদ্যায় এখন আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়েই পাঠদান হচ্ছে।
শিক্ষার বিস্তার ও প্রসারে সরকারের পাশাপাশি এলাকার বিত্তশালীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ,গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম,
গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, আলীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ আনোয়ার শাহাদাত,
উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিনহাজ উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল,সদরুল ইসলাম প্রমুখ।
এর আগে মন্ত্রী দুপুর ১২টায় ফতেহপুর ইউনিয়নে জাস্ট হেল্প আই হাসপাতালের ১৭বছর পূর্তি উপলক্ষ্যে চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন। দুপুর ২টায় বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন মন্ত্রী।
বিন্নাকান্দি-গুলনি চা-বাগান রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করেন। এছাড়াও হাজী মদরিছ আলী উচ্চ বিদ্যালয়ের ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করেন। বিকেলে মন্ত্রী ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।