কানাইঘাট স্টুডেন্ট অর্গানাইজেশনের তৃতীয় কৃতি সংবর্ধনা
1 min read
শিক্ষা শান্তি ঐক্যের স্লোগান নিয়ে নবগঠিত সিলেটের কানাইঘাট স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে তৃতীয় ধাপে ২০২২ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। সংগঠনের উপদেষ্টা জনাব মহি উদ্দিন জাবেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম ও সহসভাপতি হাঃ ইমরান আহমদ তালুকদার ও সালমান আহমদের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠন সহ কোষাধ্যক্ষ হাঃ মিজান আহমদ।
*প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ রেজাউল করিম রেজা।
লেকচারারঃ ইউনিভার্সাল কলেজ, সিলেট। *Keynote speaker:
Tufail Ahmad,CEO, IELTS GUIDE.
*বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ কবি সারওয়ার ফারুকি।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৮নং ঝিঙগাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু বকর, ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জনাব লোকমান উদ্দিন, জনাব মাওঃবিলাল আহমেদ, জনাব মাওঃ শামিম আহমদ, সাংবাদিক জনাব ফখরুজ্জামান ফারুকী, মাওলানা ফারুক আহমদ সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, এমদাদুর রহমান প্রমুখ।