শীতার্তদের ‘বিজিবি-৩১’ এর কম্বল বিতরণ
1 min read
মো. খোকন, নেত্রকোণা প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশের মহা পরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদের নেত্রকোণা ব্যাটালিয়ন(৩১ বিজিবি)পরিদর্শন উপলক্ষে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন বর্ডার গার্ড বাংলাদেশ, নেত্রকোণা।
০৭ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখে মহাপরিচালকের পরিদর্শনকালীন নেত্রকোণা ৩১ বিজিবি এর সার্বিক ব্যবস্থাপনায় নেত্রকোণা পৌরসভাধীন পারলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাঁড়কাপনী শীতে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।
এ সময় মেজর জেনারেল সাকিল আহমেদ উপস্থিত সাংবাদিকদের বলেন বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আজ আমি বিজিবি ৩১ পরিদর্শন করেছি এবং দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে শীতবস্ত্র (কম্বল) তোলে দিয়েছি।
এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল এ এম এম খায়রুল কবীর(অতিরিক্ত মহাপরিচালক অপারেশন ও প্রশিক্ষণ শাখা, ঢাকা), কর্ণেল মোঃ মাহমুদুর রহমান (উপ-মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, ময়মনসিংহ), লেঃ কর্ণেল এ এস এম জাকারিয়া( অধিনায়ক, নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবি), পরিচালক(বর্ডার সিকিউরিটি ব্যুরো-বিএসবি) সহ আরও অন্যান্য ষ্টাফ অফিসার, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।