উসমানী বিমানবন্দরে মাওলানা জুনায়েদ আল হাবীব সংবর্ধিত
1 min read
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ সভাপতি, চলমান সময়ে দেশের শীর্ষ জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ, কারানির্যাতিত মজলুম জননেতা, খতীবে বাঙাল মাওলানা জুনায়েদ আল হাবীব কারামুক্তির পর প্রথমবারের মতো সিলেট সফরে আজ সিলেট পৌঁছেছেন।
সিলেটের গোলাপগঞ্জে দুটি ধর্মীয় মাহফিলে যোগদানের উদ্দেশে বিকাল চারটায় বিমানবন্দরে পৌঁছলে সিলেট জমিয়তের বিভিন্ন স্হরের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচছায় অভ্যর্থনা জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানিগন্জী, মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন, পাঠাগার সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, মহানগর জমিয়তের উপ প্রচার সম্পাদক মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, কানাইঘাট উপজেলা যুব জমিয়তের সদস্য মাওলানা ইমরান আহমদ, কোতোয়ালি থানা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, এমসি কলেজ ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক ইমাম উদ্দিন, মাহমুদুল হাসান, আবদুল মাজিদ প্রমুখ।