উৎসবে মাতোয়ারা গোয়াইনঘাট: নতুন বই পেয়ে উল্লাসিত শিক্ষার্থীরা  - Shimanterahban24
March 23, 2023

Shimanterahban24

Online News Paper

উৎসবে মাতোয়ারা গোয়াইনঘাট: নতুন বই পেয়ে উল্লাসিত শিক্ষার্থীরা 

1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: শীতের কূয়াশাচ্ছন্ন পৌঁষের সকালে নব বর্ষের প্রথম দিনে বই উৎসবে মাতোয়ারা গোটা গোয়াইনঘাট। নতুন বইয়ের ঘ্রাণ নিতে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠানে শিশু অভিভাবকদের উৎসবমুখর ভীড় জমে।
সকাল পৌনে ১১টায় বিয়াম ল্যাবরেটরী স্কুলের আয়োজনে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদের উপসি্থতিতে বিদ্যালয়ের প্রিন্সিপাল এসিল্যান্ড তানভীর হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক নূরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয় বই বিতরণ উৎসব অনুষ্ঠান।
বক্তব্য  রাখেন ইউএনও তাহমিলুর রহমান,এ সময় উপস্হিত ছিলেন, অধ্যক্ষ ফজলুল হক, ভাইু চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, আ’ লীগ নেতা লুৎফুল হক,অভিভাবকবৃন্দ। পরে শিক্ষার্থীদের হতে তুলে দেয়া নতূন পাঠ্যবই।
উপজেলা প্রশাসন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাবিভাগের আয়োজন  সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উৎসবের বর্নাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সিনিয়র শিক্ষক দেবব্রত ভট্রাচার্যের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ইউএনও তাহমিলুর রহমান অধ্যক্ষ ফজলুল হক,শিক্ষা অফিসার প্রতুল চন্দ্র সরকার,শ্যামল রায়,সভায় অফিসার ইনচার্য কেএম নজরুল ইসলাম ,ভাইস চেয়ারম্যান  গোলাম আম্বিয়া কয়েছ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক শিক্ষকবৃন্দ, আ’লীগ নেতৃবৃন্দ অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
ইউএনও বলেন, গোয়াইনঘাট  শিক্ষাক্ষেত্রে পার্শ্ববর্তী জৈন্তাপুরের চেয়ে পিছিয়ে  রয়েছে,সরকার শিক্ষায় উন্নয়নে আন্তরিকতার সাথে সকল সুযোগ সুবিদাপ্রদান করছে,শিক্ষকদের দায়িত্ব নিষ্টার সাথে পালন করে সম্ভাবনাময় প্রতিভাকে বিকশিত করতে হবে। পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেন। দুপুর সাড়ে ১২টায় পরগনাবাজার স্কুল ও কলেজে বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা  পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বর্নিল আয়োজন বই উৎসব পালিত হয়েছে উপজেলার পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ে। দুপুর ১ টায় বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক আব্দুস সহিদের সভাপতিত্বে আলী আফজলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই কোরআান তেলাওয়াত করেন কামাল হোসেন।
সভার প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ বলেন, একমাত্র শেখ হাসিনাই বৎসরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই দিতে পেরেছেন,অতিতের কোন সরকার যাহা পারেনি। তোমাদের সকল সুযোগ সুবিদা  সরকার দিয়েছে। নিয়মিত লেখাপড়া করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা দুপ্রক সম্পাদক সাংবাদিক  আব্দুল মালিক, শিক্ষকদের  পক্ষে বক্তব্য রাখেন সবিতা রাণী।
সভায় বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিতিতে বিনামূল্যে পাঠ্যবই শিক্ষার্থীদের  হাতে তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া গোয়াইনঘাটের বিভিন্ন বিদ্যালয়ে বই উৎসব ২০২৩ এর অনুষ্ঠান পালনের মাধ্যমে শিক্ষার্থীদের বই বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.