দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে হবে: শায়খুল ইসলাম জামেয়ায় উবায়দুল্লাহ ফারুক - Shimanterahban24
April 2, 2023

Shimanterahban24

Online News Paper

দ্বীনি শিক্ষার প্রসার ঘটাতে হবে: শায়খুল ইসলাম জামেয়ায় উবায়দুল্লাহ ফারুক

1 min read
উবায়দুল্লাহ ফারুক কাসেমী

আবু তালহা তোফায়েল :: আল্লাহ প্রদত্ত ইলমে ওহী তথা দ্বীনি শিক্ষার ব্যাপক প্রচার প্রসার ঘটাতে হবে। দ্বীনি শিক্ষা থেকে মুসলিম জাতি সরে গিয়ে বিধর্মীদের কালচার গ্রহণ করেছে, ফলে আল্লাহ মুসলিম জাতির ক্ষমতা ছিনিয়ে নিছেন, যাগায় যাগায় মুসলিমরা কাফির মুশরিকদের দ্বারা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। যখনই বিধর্মীদের কালচার ছেড়ে দিয়ে আমরা দ্বীনি শিক্ষা ব্যাপাকভাবে ছড়িয়ে দেবো, ইলমে ওহীর নূরে আমাদের ভেতরটা আলোকিত হবে, তখনই আমাদের মনুষ্যত্ব ফিরিয়ে পাবো, প্রকৃত মানুষ হবো এবং আবারও আমরা পূর্বের ন্যায় পৃথিবী শাসন করবো।

৩১ ডিসেম্বর (শনিবার) রাত ৮টায় সিলেট শহরস্থ, সৈয়দ ছালিম আহমদ কাসিমী পরিচালিত শায়খুল ইসলাম জামেয়ার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক কাসেমী উপরোক্ত কথাগুলো বলেন।

শায়খুল হাদীস মুহিব্বুল হক ও মাওলানা সৈয়দ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা হাবিব সালেহের পরিচালনায় নসিহত করেন শায়খুল হাদীস মঞ্জুরুল ইসলাম আফেন্দি, শায়খুল হাদীস শফিকুল হক, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, শায়খুল হাদীস মনসুরুল হাসান রায়পুরী, মাওলানা মুশতাক আহমদ খাঁন, মাওলানা আব্দুল বাছির, ড. হাফিজ মাওলানা আহমদ বদরুদ্দীন খাঁন, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, মুফতি মুজিবুর রহমান কাসেমী, ড. মাওলানা আতিক হাসান আব্দুল্লাহ, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.