‘ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা জাতি মেনে নিবেনা’ - Shimanterahban24
April 2, 2023

Shimanterahban24

Online News Paper

‘ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা জাতি মেনে নিবেনা’

1 min read

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয়
নেতারা বলেছেন, দেশ আজ কঠিন পরিস্থিতিতির সম্মুখীন। অর্থনৈতিক সঙ্কটে দ্রব্যমূল্যের উর্ধগতিতে জনগন বিপর্যস্থ। ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা জাতি মেনে নিবেনা’। ৯০ ভাগ মুসলমানদের দেশে তথাকথিত একমুখি কারিকুলামের নামে স্কুল কলেজ সরকারি মাদরাসার জন্য নতুন যে সিলেবাস তৈরি করা হয়েছে তা শতভাগ ইসলাম বিরোধী। এদেশের ভবিষ্যত প্রজন্মকে হিন্দু সংস্কৃতিতে আসক্ত করে খোদাদ্রোহী বানানোর গভীর ষড়যন্ত্র চলছে। অন্যদিকে মিথ্যা মামলা দিয়ে দেশের শীর্ষ আলেমদের অনেক কে এখনো অন্ধকার কারা প্রকোষ্ঠে আটকে রাখা হয়েছে। উন্নয়নের নামে সীমাহীন দূর্নীতি আর লুটপাটের কারণে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে। অপরদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকার ও বিরোধীদলের চরম বিপরীতমূখী অবস্থান দেশবাসীকে আতঙ্কিত করে তুলছে। এমতাবস্থায় দেশের শান্তি, শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তার স্বার্থে আগামী নির্বাচনে নিরপেক্ষ সরকার ব্যবস্থার বিকল্প নেই।

আজ শনিবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারী মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার কর্মী সম্মেলনে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দিন। প্রধান বক্তার বক্তব্য রাখেন দলের মহাসচিব কারানির্যাতিত মজলুম জননেতা মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি। জেলা জমিয়তের সভাপতি মাওলানা মুশাহিদ দয়ামিরীর সভাপতিত্বে যৌথভাবে সম্মেলন সঞ্চালনা করেন মাওলানা আবদুল মালিক ক্বাসিমী, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা নূর আহমদ ক্বাসিমী ও মাওলানা রায়হান উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস মাওলানা উবায়দুল্লাহ ফারুক।,অন্যতম সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা শায়খ আবদুল বসির,অধ্যাপক মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা শামসুল হক, মাওলানা এখলাসুর রহমান, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সহকারী মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানিগন্জী।

বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, সহকারী মহাসচিব হাফিজ আবদুর রহমান সিদ্দিকী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, মুফতি আফজাল হোসাইন রহমানী, ক্বারী মাওলানা আবদুল হাফিজ, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, দফতর সম্পাদক মাওলানা আবদুল গফফার ছয়গরী, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতি জাবের ক্বাসিমী, মৌলভীবাজার জেলা সভাপতি মাওলানা বদরুল ইসলাম, হবিগন্জ জেলা সভাপতি মাওলানা হাফিজ মাসরুরুল হক, নেত্রকোনা জেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেটের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম সাহেব বরাইগ্রামী, জমিয়ত নেতা মাওলানা খায়রুল হোসেন, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা আসআদ উদ্দীন আল মাহমুদ, মাওলানা শায়খ আবদুল মতিন, শামসুদ্দিন বানীগ্রামী, মাওলানা শায়খ আতিকুর রহমান, মাওলানা শামসুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাওলানা মুসাদ্দিক আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েস, মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী,রাজাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, লক্ষীপ্রসাদ ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

সম্মেলনে সিলেট জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউপির ২৬ জন জনপ্রতিনিধিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মেলনে ১০ দফা ঘোষণাপত্র পাঠ করেন মাওলানা আবদুল মালিক ক্বাসিমী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.