ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন: রিদওয়ান সভাপতি, কাউসার সম্পাদক - Shimanterahban24
April 1, 2023

Shimanterahban24

Online News Paper

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন: রিদওয়ান সভাপতি, কাউসার সম্পাদক

1 min read

ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে এ সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়। সকাল ৯টায় পবিত্র কালামে পাকের তেলওয়াতের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এরপর দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফরুক ও মাওলানা আব্দুর রব ইউসুফী।

ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সহ সভাপতি মঈনুদ্দিন মানিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় সম্মেলনের মূল পর্ব। এতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর ও সহসাধারণ সম্পাদক রিদওয়ান মাজহারির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সংগঠনের সাবেক-বর্তমান নেতৃবৃন্দ। সারাদেশ থেকে কাউন্সিলর ও সদস্যসহ সহস্রাধিক প্রতিনিধি সম্মেলনে যোগদান করেন।

সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক। সম্মেলনে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্মমহাসচিব মাওলানা মতিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি নাছির উদ্দিন খান, প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, যুব বিষয়ক সম্পাদক মুফতি বশীরুল হাসান, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি জাবের কাসেমী, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার, কেন্দ্রীয় সদস্য মুফতি শরীফুল ইসলাম কাসেমী, মুফতি গোলাম মাওলা, যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামাল, সাংগঠনিক সম্পাদক চৌধুরী নাসির আহমদ প্রমুখ।

প্রধান অতিথি আল্লামা উবায়দুল্লাহ ফারুক তার বক্তব্যে বলেন, ছাত্র জমিয়ত দেশের একটি আদর্শ ছাত্র সংগঠনের নাম। দেশের সুনাগরিক তৈরি ও আদর্শ রাজনৈতিক কর্মী তৈরির সমৃদ্ধ প্লাটফর্ম। আমরা ছাত্র সমাজকে ছাত্র জমিয়তের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি।

সম্মেলন অধিবেশনে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান সভাপতির বক্তব্যে ১৩ দফা দাবি সম্বলিত সম্মেলনের ঘোষণাপত্র পাঠ করেন। দুপুর পৌনে একটায় নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির মাধ্যমে প্রথম অধিবেশন তথা সদস্য সম্মেলন সমাপ্ত হয়।

বিকাল ৩টায় একই হলে নির্বাচন কমিশনের অধীনে ও নির্ধারিত কাউন্সিলরদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে মাওলানা নাজমুল হাসান কাসেমীর অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি। কমিশনের অন্যান্য সদস্যরা ছিলেন জমিয়তের যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা মাহবুবুল আলম ও মাওলানা শরীফুল ইসলাম কাসেমী।

কাউন্সিল অধিবেশনে রিদওয়ান মাযহারী কে সভাপতি ও কাউসার আহমদ কে সাধারণ সম্পাদক করে ছাত্র জমিয়তের ২০২৩-২৪ সেশনের কেন্দ্রীয় কমিটির জন্য ৩১ সদস্যের পূর্নাঙ্গ প্যানেল প্রস্তাব করেন নির্বাচন কমিশনের সদস্য মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া। এতে উপস্থিত কাউন্সিলরগন একমত প্রকাশ করলে তা চুড়ান্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.