মিশিগানে সুনামগঞ্জ জেলা সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: মিশিগানের হ্যামট্রামিক সিটির গেইট অব কলম্বাসে গত ২৫ ডিসেম্বর, রোববার বাদ মাগরিব সুনামগঞ্জ জেলা সমিতি অব মিশিগানের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতেই সমিতির সাইফুল আমিন, এমরান, খালিক, রিপনসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দসহ সুনামগঞ্জ জেলাবাসীর সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান।
উল্লেখ করা আবশ্যক যে, সমিতির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বাবু মিয়া হঠাৎ অসুস্থ হওয়ায় সাপতিত্ব করেন সহ-সভাপতি মাও. কবির আহমদ।
সমিতির সাধারণ সম্পাদক রাজেল আহমদ তালুকদার সাংগঠনিক সম্পাদক আবু জুবের ও সদস্য আশরাফুল ইসলাম রাসেল-এর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন হ্যামট্রামিক সিটির কাউন্সিল ম্যান কামরুল হাসান, নাঈম চৌধুরী ও খলিল রাফাই, মোহাম্মদ আল সুমেরী।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন এহসানুল কবির।
নির্বাচন কমিশনার মঞ্জুর আহমদ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দেরকে মঞ্চে পরিচয় করে দেন।
এতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা বাবর বখত, বাবুল আহমদ বাচ্চু, জামাল কোরেশি, জগন্নাথপুর সোসাইটি অব মিশিগানের সভাপতি রুমী কোরেশি, ছাতক সমিতির সভাপতি রাইসুজজামান মুকুল, হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিল ম্যান আবু আহমদ মুছা, জালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি এম হোসেন সোলায়মান, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন, সাধারণ সম্পাদক হাবিব রহমান ও ছাতক সমিতির সভাপতি রাইসুজজামান মুকুল, সমিতির কোষাধ্যক্ষ সেলিম আহমদ, প্রচার সম্পাদক কাজী সায়েক, সদস্য কাজী মুহিত, রাসেল আহমদ, সাদেক আহমদ ও এনটিভির মিশিগান প্রতিনিধি সেলিম আহমদ প্রমুখ।
বক্তারা নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সকল নেতৃবৃন্দেরকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন আপনাদের সার্বিক নেতৃত্বে সমিতির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও বিভিন্ন পর্যায়ের উন্নয়ন আরও অনেক এগিয়ে যাবে বলে আমরা আশাবাদী।
তারা আরও বলেন, সুনামগঞ্জে অনেক গুণীজন কবি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন তাদের মধ্যে মরহুম আবদুছ ছামাদ আজাদ, গোলাম কিবরিয়া, সুরঞ্জিত সেন গুপ্ত ও গুণীদের মধ্যে বাউল সম্রাট শাহ আবদুল করিম রাধারমন দত্ত দুরবিন শাহ, মরমি কবি গিয়াস উদদীনসহ আরও অনেকেই।
তারা তাদেরকে বিনম্রচিত্তে স্মরণ ও স্মৃতিচারণ করেন ও তাদের পদচারণায় এই জনপদের শিক্ষা ও যোগাযোগ ও সামাজিক, সাংস্কৃতিক অঙ্গন আরও অনেক প্রসারিত হয়েছে।
–
সেই ধারাবাহিকতা বজায় রাখতে দেশে ও বিদেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান। তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোর কিশোরী ও যুবক যুবতীদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলতে সকল অভিভাবকদেরকে সজাগ দৃষ্টি রাখতে সবাইকে অনুরোধ জানান।
এবং তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাসহ দেশে ও বিদেশে সুনাম ছড়িয়ে দিক এই আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আজকের অনুষ্ঠান সফল ও সুন্দর হয়েছে জেনে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শেষাংশে দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক মাও. নেসার আহমদ। এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সুনামগঞ্জ জেলাবাসীসহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। পরে সবাইকে রাতের ডিনারে আপ্যায়িত করা হয়।