শিশু পরশমণির চাঞ্চল্যকর হত্যা রহস্য উদঘাটন করল পিবিআই - Shimanterahban24
April 2, 2023

Shimanterahban24

Online News Paper

শিশু পরশমণির চাঞ্চল্যকর হত্যা রহস্য উদঘাটন করল পিবিআই

1 min read
মো. খোকন, নেত্রকোণা প্রতিনিধি :: সাড়ে চার বছর আগের ক্লুলেস ০৯ বছরের শিশু পরশমণি হত্যার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেফতার  করল পিবিআই, নেত্রকোণা।
নেত্রকোণা জেলার মদন উপজেলার কদমশ্রী গ্রামের হাবিবুর রহমানের বড় মেয়ে পরশমণি (০৯) ২০১৮ সালের ১৪ এপ্রিল সন্ধ্যায় নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরদিন ভোরে জৈনেক বুলবুল চৌধুরীর বাড়ির সামনের বিল থেকে নিখোঁজ পরশমণির মৃতদেহ উদ্ধার করে মদন থানা পুলিশ।
পরবর্তীতে নিহত শিশু পরশমণির অভিভাবক মদন থানায় হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং-১১ তারিখঃ১১/০৮/২০১৮ইং।উক্ত মামলাটি মদন থানা এক বছরেরও বেশি সময়ধরে তদন্ত করে কিন্তু কোন রহস্য উদঘাটন করতে না পারায়  সিআইডিও মামলাটি এক বছরের বেশি তদন্ত করে কিন্তু কোন  দফারফা করতে না পারায় মামলার তদন্তভার আসে পিবিআই, নেত্রকোণা ইউনিটে।
পিবিআই এর অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার বিপিএম(বার) পিপিএম  এর নির্দেশনায় নেত্রকোণা ইউনিটের ইনচার্জ মোঃ শাহীনুর কবির এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম খান মামলাটি তদন্ত করেন এবং হত্যাকারি জোবায়ের(২৩)কে গ্রেপ্তার করতে সমর্থ হন।
এ বিষয়ে পিবিআই নেত্রকোণা ইউনিটের ইনচার্জ মোঃ শাহীনুর কবির প্রেস ব্রিফিং এ বলেন, মামলাটি তদন্তে পুলিশ ও সিআইডি কোন রহস্য উদঘাটন করতে না পারায় মামলার তদন্তভার আসে পিবিআই নেত্রকোণা ইউনিটে।মমলাটি তদন্তে আমরা তথ্য প্রযুক্তির  সাহায্যে সন্দেহভাজন আসামি জুবায়েরকে নেত্রকোণা সদর এলাকা থেকে গ্রেফতার করতে সমর্থ হই। আসামি জোবায়েরকে আদালতে সোপর্দ করার পর সে বিজ্ঞ আদালতে শিশু পরশমণিকে হত্যার কথা স্বীকার করে।
তিনি আরোও বলেন আসামি জুবায়ের শিশু পরশমণিকে ঝোপের পাশে নিয়ে তার সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করলে শিশুটি চিৎকার করে।
আসামি শিশুটিকে থামানোর চেষ্টায় একপর্যায়ে তাকে থাপ্পর দেয়। এতে শিশুটি জ্ঞান হারায়।ঘটনাটি জানাজানি হওয়ার ভয়ে সে শিশুটিকে গলাটিপে মৃত্যু নিশ্চিত করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর বিজ্ঞ আদালত আসামিকে জেলহাজতে প্রেরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.