৫ জানুয়ারি জামিয়া মুহয়িসসুন্নাহ মানিককোনা’র বার্ষিক সম্মেলন
1 min read
কুশিয়ারা অঞ্চলের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ জামিয়া মুহয়িসসুন্নাহ মানিককোনা হাওরতলা’র ৫৫ তম বার্ষিক সম্মেলন আগামী ৫ জানুয়ারি মাদ্রাসা মাঠে অনুষ্টিত হতে যাচ্ছে,ইনশাআল্লাহ।
আসছেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম
সম্মেলন সফল করার লক্ষ্যে ব্যাপকভাবে সকল প্রস্তুতি শুরু করেছে জামিয়া কতৃপক্ষ।গঠন করা হয়েছে সম্মেলন প্রস্তুতি কমিটি। সম্মেলন যাতে সুন্দর,পরিচ্ছন্ন ও পরিপাটি হয়, সেজন্য হাতে নেওয়া হয়েছে আরো বেশকিছু কর্মসূচী।
সম্মেলন উপলক্ষে ব্যানার এবং ফেস্টুনে সাজছে কুশিয়ারা পারের সকল এলাকা এবং সাজছে গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলা।
মাস খানেক আগ থেকে চলছে পোস্টারিং,লিফলেট বিতরণ ও মিনি ব্যানার সাঁটানোর কাজও।সড়ক থেকে শুরু করে বাজারের অলি-গলি পর্যন্ত গুরুত্বপূর্ণ সব স্পট ছেয়ে গেছে ফেস্টুন, ব্যানার আর পোস্টারে।
জামিয়ার আসন্ন সম্মেলনের অসম্পন্ন কাজ সম্পাদন করতে প্রস্তুতি কমিটি রাত দিন কাজ করে যাচ্ছে।
আল্লাহ সকলের মেহনতকে ক্ববুল করুন,আমীন।