বিজয় দিবস উপলক্ষে মিশিগান স্টেইট যুবলীগের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৪ ডিসেম্বর, শনিবার রাত ৭টায় ওয়ারেন সিটির আড্ডা রেষ্টুরেন্টে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মিশিগান স্টেইট যুবলীগ সভাপতি রাজেল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ গুলজারের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান স্টেইট আওয়ামীলীগের সভাপতি ফারুক আহমদ চান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশিগান স্টেইট আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হ্যামট্রামিক সিটির সাবেক কাউন্সিল ম্যান আবু আহমদ মুছা ও সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এডভোকেট আবদুর রশিদ চৌধুরী।
শুরুতেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এবং বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন মিশিগান স্টেইট যুবলীগ সদস্য ফাহিম আহমদ।
এতে বক্তব্য রাখেন মিশিগান স্টেইট আওয়ামীলীগের সহ-সভাপতি ও জালালাবাদ সোসাইটি অব মিশিগানের সভাপতি এম হোসেন সোলায়মান, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মতিউর রহমান শিমু ও সাধারণ সম্পাদক আলী আহমদ ফারিস, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি আজমল হোসেন ও সহ সভাপতি রুহুল আমিন, মিশিগান শ্রমীক লীগের সহ-সভাপতি আবদুল বাসিত, সিলেট এমসি কলেজের সাবেক সভাপতি আবদুল হানিফ কুটু, বাংলাদেশ এসোসিয়েশন অব মিশিগান (বাম) এর সভাপতি ইব্রাহিম জাভেদ চৌধুরী, মিশিগান স্টেইট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার আনসার পাভেল ও যুগ্ম-সাধারণ সম্পাদক দিপক চৌধুরী।
আরও বক্তব্য রাখেন মিশিগান স্টেইট ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন মামুন, মিশিগান স্টেইট যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক সায়েম উদদীন চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাসান আহমদ তারেক।
আরও উপস্থিত ছিলেন স্টেইট যুবলীগের প্রচার সম্পাদক আবেদ মনসুর, সমাজকল্যাণ সম্পাদক হৃদয় আহমেদ, দপ্তর সম্পাদক জনি দেব, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক কেনি দত্ত, ত্রান বিষয়ক সম্পাদক কামরুল হক, সদস্য ওয়েস আহমদ, সঞ্জয় সুত্রধর ও ময়নুল হক।
বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী ও ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, জাতীয় চার নেতাসহ মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদানসহ ২ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা। সেই সাথে গতকালের সম্মেলনে নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দেরকে উষ্ণ অভিনন্দন জানাই।
তারা আরও বলেন, গত ১৪ বছরে গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রেখে দেশসহ বহির্বিশ্বে সুনাম বয়ে আনছেন। এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে কাজ করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে একযোগে কাজ করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলের প্রতি অনুরোধ জানান।
তারা আরও বলেন, অপপ্রচার করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিরোধী দলের সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না।দেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে পদ্মাসেতু উদ্বোধনসহ সামগ্রিক উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার অবদান আজীবন চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। সেই সাথে তারা আগামীতে মেট্রোরেল ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনের অপেক্ষায় আছে বলেও জানান।
তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে মুক্তযোদ্ধের ইতিহাস সংবলিত বই পুস্তক পড়ে ও গল্পের মাধ্যমে তুলে ধরতে আহ্বান জানান। ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন। তারই সাথে যুবলীগ নেতৃবৃন্দ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে সংগঠনকে আরও গতিশীল করতে আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।
এতে মিশিগান আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।