ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সম্মেলন সফল করুন: গোলাম আম্বিয়া কয়েছ
1 min read
আবু তালহা তোফায়েল :: ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ ডিসেম্বর (শুক্রবার) ঢাকা জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে।
কেন্দ্রীয় সদস্য সম্মেলন সফল করতে সারা দেশের ছাত্রজনতার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বর্তমান গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
তিনি জাতীয় এই সম্মেলন সফল করার লক্ষ্যে বলেন, ছাত্র জমিয়ত সারাদেশের মাঝে আদর্শবাহী একটি ছাত্র সংগঠন। এদেশের দুই দুইটি স্বাধীনতা ছিনিয়ে আনা একমাত্র সংগঠন ও দারুল উলুম দেওবন্দের সিলসিলায় সিয়াসি একক প্লাটফর্ম জমিয়তে উলামায়ে ইসলামের ছাত্র সংগঠন হচ্ছে “ছাত্র জমিয়ত বাংলাদেশ”।
তিনি বলেন, ৬৮ হাজার গ্রাম বাংলায় আদর্শবাহী এই সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখতে এদেশের মেধাবী, সৎ, যোগ্য ও বিজ্ঞ ছাত্র কাফেলা এগিয়ে আসার আহ্বান জানাই। পরিশেষে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের সর্বাত্মক সফলতা কামনা করছি।