March 20, 2023

Shimanterahban24

Online News Paper

মিশিগানে চবি এলামনাই এসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন

1 min read

শফিক রহমান, (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গত ১৮ ডিসেম্বর, রোববার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব মিশিগানের উদ্যোগে এসোসিয়েশনের অস্থায়ী কার্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই এসোসিয়েশনের সাধারণ সম্পাদকসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানান।এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মঈন দিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের উপস্থাপনায় মহান বিজয় দিবসের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করাহয়।জাতীয় সংগীত পরিবেশন করে শতাব্দী রায় মাম্পী।

আলোচনায় অংশ নেন জাভেদ চৌধুরী, কাজী এবাদ ও আমিনুর রশিদ চৌধুরী কাপ্তানসহ উপস্থিত নেতৃবৃন্দ।

তারা বলেন, ত্রিশ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি। তারা বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ মহান আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করুক এই দোয়াও কামনা করেছেন।

তারা আরও বলেন, তাদের এই প্রাণের সংগঠন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ একে অন্যের সাথে মায়া মমতা ও ভ্রাতৃত্ব ও ভালবাসার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আমরা আশাবাদী।
সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করে এসোসিয়েশনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধ পরিকর।
সেই সাথে সকলের সহযোগিতায় কামনা করেছেন তারা।

সভাপতি তার বক্তব্যে বলেন, আগামীতে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনসহ অন্যান্য সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের উন্নয়নসহ আগামীতে আরও সুন্দর সাবলীল অনুষ্ঠানের আয়োজন করে এসোসিয়েশনকে এগিয়ে নিতে সকলের সহযোগিতাও কামনা করেছেন ও সকলের উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এতে কবিতা আবৃত্তি করেন সৈয়দ মঈন দিপু, রেজাউল করিম, মোতাকাব্বির শাহিন, মিলটন বড়ুয়া, জিয়াউল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আফতাব, সালাউদ্দিন মুরাদ ও লুৎফুল বারী নিওন।

কৌতুকে লুৎফুর রহমান, প্রদন চন্দ, শামীম আহসান।

সংগীত পরিবেশন করেন সৈয়দ শাফী ও শতাব্দী রায় মাম্পী।

প্রাণবন্ত এই অনুষ্ঠানে রাতের ডিনারের আয়োজন করা হয়।এতে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক অঙ্গন ও সাংবাদিক ও প্রেস মিডিয়াকর্মীবৃন্দসহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.