মহান বিজয় দিবস উপলক্ষে স্পন্দন ফাউন্ডেশনের কর্মসূচি পালন
1 min read
কুলাউড়া উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্পন্দন রক্তদান ও সমাজকল্যান ফাউন্ডেশনের উদ্যেগে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
১৬ই ডিসেম্বর সন্ধ্যা ৭ঘটিকার সময় সংগঠন এর কার্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও সংগঠন এর ২০২১-২০২২ সেশনের সহ সাংগঠনিক সম্পাদক আতিক আল হাসানের প্রবাসগমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সংগঠন এর চেয়ারম্যান এম আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আমির আলীর সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্ঠা, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সহ সভাপতি মো হাবিবুর রহমান, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো কবির আহমদ, ব্লাড ডোনেট ক্লাব বড়লেখার সংস্কৃতি বিষয়ক রুহেল চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন এভারগ্রীন হাজীপুর সংগঠন এর যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান রাজ, নাবি রোমান, সংগঠন এর সভাপতি আজিজুর রহমান সেজুল, সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইসলাম সহ সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীগন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, কুইজে উপস্থিত সকলেই অংশগ্রহনের সুযোগ পান। কুইজে অংশগ্রহন করে ১ম স্থান অধিকার করেন সংগঠন এর কোষাধ্যক্ষ হাসানুজ্জামান রায়হান এছাড়াও আরোও ৪ জন বিজয়ী হন।
সংগঠন এর চেয়ারম্যান এম আব্দুর রহমান এর সৌজন্যে সকল বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। অথিতিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
সংগঠন এর ২০২১-২২ সেশনের সহ সাংগঠনিক সম্পাদক আতিক আল হাসানের প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান পর্বে সংগঠনের সকল সদস্য ও অথিতিবৃন্দ বিদায়ী সংবর্ধিত আতিক আল হাসানের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। সকল অথিতি ও উপস্থিত সকলেই আতিক আল হাসানে উত্তরোত্তর মঙ্গল ও সফলতা কামনা করেন।