দক্ষিণ ভাগ ওয়ার্ড (বিয়ানীবাজার) শাখা ছাত্র জমিয়তের বৃক্ষরোপণ
1 min read
আজ ১৬ই ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলাধীন দক্ষিণভাগ ওয়ার্ডের ব্যাবস্হাপনায় দক্ষিণ ভাগ ওয়ার্ডের প্রাথমিক বিদ্যালয় মাঠ, দক্ষিণ ভাগ ২টি জামে মসজিদ মাঠসহ ওয়ার্ডের বিভিন্ন রাস্তাঘাটের পাশে দায়িত্বশীলরা বৃক্ষরোপণ করে।
শাখা সভাপতি ফখরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাও. ছালেহ আহমদ, দক্ষিণ ভাগ ওয়ার্ড জমিয়তের প্রচার সম্পাদক মুহিত হোসেন, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত দক্ষিণ ভাগ ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইমদাদ হুসাইন, যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক জাবির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, অর্থ সম্পাদক আব্দুর রহিম, প্রচার সম্পাদক তামিম আহমদ, সদস্য জুমন আহমদ, আশরাফুল ইসলাম রণি প্রমুখ।