ডৌবাড়ি ইউনিয়ন ছাত্র জমিয়তের আলোচনা সভা
1 min read
শতবর্ষী কালজয়ী কাফেলা দারুল উলুম দেওবন্দের একমাত্র রাজনৈতিক প্লাটফর্ম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী ছাত্র সংগঠন- ছাত্র জমিয়ত বাংলাদেশ ডৌবাড়ী ইউনিয়ন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ই ডিসেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টায় ইউনিয়ন জমিয়ত কার্যালয়ে উক্ত শাখা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ সুহাইল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মোহাম্মদ রাসেল আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কালামে পাক থেকে তেলায়ত করেন মোহাম্মদ হিফজুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল আজিজ।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামে দলীয়ভাবে যে কয়টি দল সংগ্রাম করেছিল, এদের অন্যতম হল জমিয়তে উলামায়ে ইসলাম,সুতরাং সেই দলের নেতৃত্বে দেশের স্বাধীনতা রক্ষায় আমাদের কাজ করতে হবে।
বিষেশ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
তিনি তার বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের সহযোগী ইসলামি একমাত্র রাজনৈতিক সংগঠন জমিয়ত। দুই দুইটি পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতাকামী সংগঠন জমিয়ত। ঐতিহ্য লালীত সংগঠন জমিয়ত। স্বাধীনতার পুরোধা সংগঠনের মাধ্যমে কাজ করে, জনপ্রতিনিধি হয়ে দেশের উন্নয়ন করার বিশেষ পরামর্শ দেন তিনি।
আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন, মাওলানা হারিছ উদ্দিন,সাদিকুর রহমান, হাফিজ কাউসার আহমদ প্রমুখ।