আগামীকাল রেবাতে মিল্লাত পরিষদের আলোচনা সভা
1 min read
আবু তালহা তোফায়েল :: রেবাতে মিল্লাত পরিষদ বাংলাদেশের- ইসলামের দৃষ্টিতে প্রচলিত নির্বাচন পদ্ধতি শীর্ষক আলোচনা সভা, আগামীকাল বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
সিলেট নগরীর মেজরটিলাস্থ জামেয়া আয়েশা সিদ্দিকা রা. (মাদ্রাসা) মিলনায়তনে সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত- সম্প্রতি সময়ে সবচেয়ে জনগুরুত্বপূর্ণ বিষয় “ইসলামের দৃষ্টিতে নির্বাচন পদ্ধতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক থাকবেন ঢাকা বারিধারা মাদ্রাসার শায়খুল হাদীস মুফাক্কিরে ইসলাম উবায়দুল্লাহ ফারুক কাসেমী।
রেবাতে মিল্লাত পরিষদের প্রধান মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী জানান, প্রচলিত নির্বাচন পদ্ধতি নিয়ে আরও আলোচনা করবেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহবুব সিরাজী, মুফতী খন্দকার হারুনুর রশিদ ও নূর আহমদ কাসেমী।