ভিনদেশীদের গোলাম
1 min read
[নাহিদ চৌধুরী] ::
খেলছে কারা দেখছো ওরে
বিভোর তারা দাসত্বতে
আপন টাকায় করছে তারা
ভিনদেশীদের গোলামীরে।
কেন বা করে উচ্ছ ধ্বনি
আর্জেন্টিনা,ব্রাজিল বলে
কিসের নেশায় মগ্ন ওরা
হানাহানি সংগাতিতে
স্বদেশের কেতন কৃশের
উড়ছে কেতন কতক দেশের।
জনক ভায়ার ভাটা পড়ে
যখন হারে পরদেশীরে।
নিশি জেগে খেলা দেখে
তন্দ্রা হারা যুগল চোখে
প্রভাত বেলা নিদ্রা গৃহে
কর্ম দিবা যায় যে চলে
বিকেল হলে নিজ সদনে
রসদ রিক্তার দেখা মিলে।
দিবা লগ্নে কেউ বা জিতে
কেউ বা হারে
এই খানেতে মরণনাশে
ভিনদেশীদের গোলামী করে।