মিশিগানে এনআরবি বিজনেস তারকা এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন - Shimanterahban24
April 1, 2023

Shimanterahban24

Online News Paper

মিশিগানে এনআরবি বিজনেস তারকা এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক সন্ধ্যা সম্পন্ন

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গত ১১ ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় হ্যামট্রামিক সিটির গেইট অব কলম্বাসে এনআরবি বিজনেস তারকা এ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে ও জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টার্ন ইনভেস্টার ইনক এর সিও নুরুল আজিম, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটির চ্যানসেলার ও চেয়ারম্যান আবুবকর হানিফ, রোটারিয়ান এহসান হাবিব, নেহার সিদ্দিকী ও সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাললিকা খান মুনা।

অতিথিদের কাছ থেকে এ্যাওয়ার্ড গ্রহণ…

উল্লেখ্য মিশিগানের বাংলাদেশী কমিউনিটি ব্যবসাসহ কাটারিং রিয়েলস্ট্রিট কমিউনিটি একটিভিস্ট সাংবাদিকসহ বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জনেরও অধিক গুণীজনকে এই এনআরবি বিজনেস তারকা এ্যাওয়ার্ড সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা এই সুন্দর অনুষ্ঠানের আয়োজনকারীদের ধন্যবাদ জানান ও এই সম্মাননার মধ্যে দিয়ে তাদের কাজের অনুপ্রেরণা আরও অনেক এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এবং তারা আরও বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের তরুণ যুবক-যুবতীসহ সবাইকে দেশের ইতিহাস-ঐতিহ্য ও সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি তারা যেন লেখাপড়া করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাসহ দেশের সুনাম ছড়িয়ে দিতে পারে, তাই অভিভাবকেদের তাদের সন্তানের প্রতি সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ জানান।

এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন ব্যবসায়ী শাকের সাদেক, মিশিগান এক্সপ্রেস ট্রেনের পরিচালক কমিউনিটি এক্টিভিস্ট নাজেল হুদা ও রায়হান আহমদ, নাঈম আহমদ ও রাসেল আহমেদ, সেলিম আহমদ ও তরিক উদ্দীনসহ আরও অনেকেই।

এতে সংগীত পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পী রিজিয়া পারভীন, শাহ মাহবুব, ত্রিনিয়া হাসান ও রিয়া রহমান। তাদের গান দর্শকদের মাতিয়ে তুলে ও রাতভর এই অনুষ্ঠানে তারা দেশাত্মবোধক গানসহ বিভিন্ন ফোক গান পরিবেশন করছেন।

অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী অঙ্গনসহ বিভিন্ন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.