এলাকার বিশিষ্ট আলেমেদ্বীন মাও. রহমতুল্লাহর ইন্তেকাল: জানাযায় উপস্থিতির ঢল
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের বিশিষ্ট আলেমেদ্বীন হরিপুর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, গোয়াইনঘাট শাহী ঈদগাহের খতিব লেঙ্গুড়া গ্রামের মাও. রহমতুল্লা (৬০) ১১ ডিসেম্বর (রবিবার) বিকেল ৪টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্হায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে , স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি হরিপুর মাদরাসার ছাত্র ও দীর্ঘ ২৬ বছর ধরে হাদিসেের শিক্ষক ছিলেন।
সোমবার সকাল ১১টায় গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিয়ানে কেরামেের উপস্থিতিতে জানাযা শেষে লাশ নিয়ে যাওয়া হয় তার প্রাণপ্রিয় কর্মস্থল হরিপুর মাদরাসায়। সেখানে দাফন শেষে চিরনিদ্রায় শায়িত হন তিনি। তার মৃত্যুতে গোটা উপজেলা চোকে মুহ্যমান হয়ে পড়ে।