সিলেট জেলা জমিয়তের কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
1 min read
আবু তালহা তোফায়েল :: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার কর্মী সম্মেলন সফলের লক্ষ্যে, সিলেট জেলা ও মহানগর ছাত্র জমিয়ত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন জেলা জমিয়ত।
১১ ডিসেম্বর (রবিবার) দুপুর ২টায় সিলেট জমিয়ত কার্যালয়ে জেলা জমিয়তে সভাপতি মুশাহিদ দয়ামিরির সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রায়হান আহমদের পরিচালনায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে মতবিনিময় সভা শুরু হয়।
সম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা ও মহানগর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দকে দিকনির্দেশনা দেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল মালিক কাসেমী, সাংগঠনিক সম্পাদক নুর আহমদ কাসেমী, সহ-সম্পাদক নজরুল ইসলাম, ছাত্র বি. সম্পাদক হাফিজ ফরহাদ আহমদ।
উপস্থিত ছিলেন জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি ইয়াহইয়া হামিদি, সাধারণ সম্পাদক লুকমান হাকিম, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি আবুল খয়ের ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক সাংবাদিক আবু তালহা তোফায়েলসহ প্রায় অর্ধশত নেতাকর্মী।