মিশিগানে এনআরবি বিজনেস তারকা এ্যাওয়ার্ড প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা আজ
1 min read
শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: আজ ১১ ডিসেম্বর (রোববার) বিকাল ৫ টায় মিশিগানের হ্যামট্রামিক সিটির গেইটস অব কলম্বাসে নিউইয়র্ক মিউজিক প্রেজেন্টস এনআরবি বিজনেস তারকা এ্যাওয়ার্ড প্রদান ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে মিশিগানে কমিউনিটির ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রেখেছেন তাদেরকে এই এনআরবি বিজনেস তারকা এযাওয়ার্ড প্রদান করা হবে।
জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া নিম্নির উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রিয়েল স্টেট ইনভেস্টমেন্ট ইস্টার্ন ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট এবং সিইও নুরুল আজিম। আরও উপস্থিত থাকবেন নিউইয়র্ক থেকে আগত সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী মল্লিকা খান মুন্না।
এতে সংগীত পরিবেশন করবেন নিউইয়র্ক থেকে আগত বিশিষ্ট সংগীত শিল্পী রিজিয়া পারভীন, শাহ মাহবুব, রিয়া রহমান, ত্রিনিয়া হাসানসহ আরও অনেকে।
মিশিগান বাংলাদেশী কমিউনিটি আয়োজিত সার্বিক সহযোগিতায় থাকছেন মিশিগান এক্সপ্রেস ট্রেনের পরিচালক নাজেল হুদা, ব্যবসায়ী শাকের সাদেক, নাঈম আহমদ, রায়হান আহমদ, রাসেল আহমদ, সেলিম আহমদ ও তরিক উদ্দীনসহ আরও অনেকেই।
আয়োজকবৃন্দ মিশিগানে বসবাসরত সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।