গোয়াইনঘাটে রোকেয়া দিবস পালন: পদ্মা ও হাজেরা পেলেন জয়ীতার সম্মাননা
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে শিক্ষায় নারীরা এগিয়ে আসতে হবে, নারীরা আজ সমাজের সকল ক্ষত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন,গোয়াইনঘাটে নারীরা অন্য এলাকার চেয়ে পিছিয়ে থকলে চলবে না।
সরকার নারীর উন্নয়নে নানামুখী কাজ ও সুযোগসুবিদা প্রদান করেছে, নিজেদের যোগ্যতা দিয়ে সুবিদা নিতে হবে। এ ক্ষেত্রে বেগম রোকেয়া অনুস্মরণীয়। তিনি নারী জাগরণের পতিকৃত।
গোয়াইনঘাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ কথাগুলো বলেন।
৯ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেল কনফারেন্স রুমে প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউ এন ও তাহমিলুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা, বিশেষ অতিথির বক্তব রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম। সভায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রুস্তমপুর ইউপির বগাইয়া গ্রামের শ্রী বজ্রচান সিংয়ের স্ত্রী পদ্মাদেবী সিংহ ও শিক্ষা,চাকুরী ক্ষেত্রে পূর্ব জাফলং ইউপির মমিনপুর গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে হাজেরা আক্তার দোলাকে জয়ীতা নারীর সম্মাননা প্রদান করেন অতিথিবৃন্দ।
সভায় নারী সংগঠনের নেত্বৃবৃন্দ কিশোর কিশোরী এনজিও কর্মকর্তাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।