গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
1 min read
ধর্মীয় বিধিবিধান মেনে দূর্নীতি প্রতিরোধ সম্ভব।
গোয়াইনঘাট প্রতিনিধি :: ধর্মীয় বিধিবিধান মেনে চলার মাধ্যমে দূর্নীতি প্রতিরোধ সম্ভব।স্ব স্ব অবস্হান থেকে দুর্নীতি কাজ করে ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এ আশাবাদ ব্যক্ত করেন।
৯ ডিসেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দিবসের সূচনা করা হয়।১০ টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ ও ইউএনও তাহমিলুর রহমানের নেতৃত্বে মনাব বন্ধন শেষে সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
ইউএনও এর সভাপতিত্বে দু.প্রক সচিব মোঃ আব্দুল মালিকের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, বিষেশ অতিথির বক্তব্যে রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা, দুপ্রক সভাপতি ইউছুফ কামাল। সভায় ইমাম প্রতিনিধি,এনজিও কর্মকর্তা নারী সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ দুপ্রক এর সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।