গোয়াইনঘাটের সাবেক মেম্বার ছওয়াব আলীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক - Shimanterahban24
May 29, 2023

Shimanterahban24

Online News Paper

গোয়াইনঘাটের সাবেক মেম্বার ছওয়াব আলীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গোয়াইনঘাট উপজেলার আলীরগ্রাম নিবাসী অবিভক্ত ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার, প্রবীণ মুরব্বি ছওয়াব আলী (৭০) শুক্রবার সকাল ৯ টায় তার নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহিরাজিউন।

উল্লেখ্য তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে মরহুমের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার নিকটাত্মীয় পরিচিতজনসহ অনেকেই তার খোঁজ খবর নেন ও দেখতে যান ও শোকাহত পরিবার পরিজনদেরকে সমবেদনা ও শান্তনা জানান।

মরহুমের নামাজে জানাজা ঐদিন বাদ আসর আলীরগ্রাম ঈদগাহ মাঠে সম্পন্ন শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের নামাজে জানাজায় আসা অনেকের সাথে ফোনে আলাপকালে জানা যায়, তিনি একজন পরোপকারী সদালাপী ও সাদা মনের সহজসরল মানুষ ছিলেন। দীর্ঘ ২৫ বছর তিনি ঐ ইউনিয়নের মেম্বার থাকাকালীন এলাকায় বিভিন্ন উন্নয়ন সাধিত হয়েছে। মরহুমের মৃত্যুতে এলাকাবাসী একজন নিবেদিত মানুষকে হারাল। যার শুন্যতা পুরণ হবার নয়।

এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবার পরিজনদেরকে গভীর সমবেদনা ও শান্তনা জানিয়েছেন নবগঠিত গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের নবাগত চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, গোয়াইনঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ডা. মুহিবুর রেজা বাবুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আব্দুল মালিক, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জিল্লুর রহমান, সাবেক সভাপতি ডা. নুরুল আমিন, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, গোয়াইনঘাট আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহমদ আলী, এডভোকেট নুর আহমদ, মানব কল্যাণ যুব ফাউন্ডেশনের প্রচার সম্পাদক হাফিজুর রহমান বাবুল প্রমুখ।

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও তিনি যেন জান্নাতবাসী হোন মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.