গোয়াইনঘাটে ছওয়াব আলী মেম্বার আর নেই : দফন সম্পন্ন
1 min read
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের অবিভক্ত পশ্চিম জাফলং ইউপির পাঁচবারের সাবেক মেম্বার ভারপ্রপ্ত চেয়ারম্যান এলাকার সালিশ ব্যক্তিত্ব গ্রামের ছওয়াব আলী মেম্বার শুক্রবার সকাল সাড়ে ৯টায় নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে ইনতেকাল করেন। ইন্না-লিল্লাহ ওইন্না ইলাহি রাজিউন।
সত্তোর্ধ বয়সী বর্নাঢ্য জীবনের অধীকারি ছিলেন তিনি। মৃত্যুর কিছু পূর্বে তিনি রোদে রসে স্বজনদের সাথে বলেন জুমার নামাজ তিনি গোয়াইনঘাট কেন্দ্রীয় মসজিদে গিয়ে আদায় করবেন। কিন্তু জুমার পূর্বেই তাকে পাড়ি দিতে হলো পরপারে। জনপ্রতিনিধি হিসাবে সুনামের সাথে দীর্ঘ ২৫ বছর দায়িত্ব পালনে ছিলেন নিষ্ঠাবান।
মৃত্যুকালে ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ আসর আলীরগ্রাম কবরস্থান মাঠে আলেম উলামাসহ সর্বস্থরের মুসল্লিয়ানদের উপস্থিতিতে জানাজা শেষে গ্রামের গুরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।