গোয়াইনঘাট প্রতিনিধি :: ইমামরা সমাজের নেতা।শান্তির ধর্ম ইসলামের বাণী সঠিকভাবে প্রচার করে সকল ফেতনা ফাসাদ দূর করতে বলিষ্ট ভূমীকা রাখতে হবে। গুজব সৃষ্টি কারীদের থেকে সতর্ক থকতে হবে। ধর্মের নামে অপরাজনীতির মাধ্যমে সমাজের শান্তি শৃংখলা যাহাতে কেউ নষ্ট না করে সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। গোয়াইনঘাটের শান্তি শৃংখলা রক্ষায় আপনাদের সহযোগিতা চাই। ই’ফা গোয়াইনঘাটের মাসিক সমন্বয় সভায় শিক্ষকদের প্রতি ইউএনও তাহমিলুর রহমান এই আহব্বান জানান।
২৯ নভেম্বর বেলা ২ টায় উপজেলা হলরুমে আয়োজিত সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এফ এস আঃ আজিজের সভাপতিত্বে সাঃ কেয়ারটেকার মাওঃ ফরিদ উদ্দিন কয়েসের পরিচালনায় গোয়াইনঘটের শান্তি শৃংখলা রক্ষায় ইমাম সাহেবদের সহযোগিতা চেয়ে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি কেএম নজরু ইসলাম।
সভার শুরুতে কোরআান তেলাওয়াত করেন মাওঃ আঃ আহাদ।
উপস্হিত ছিলেন মডেল কেয়ারটেকার মাওঃ ছালেহ আহমদ। সভায় ই’ফা গোয়াইনঘাটের সকল শিক্ষক শিক্ষিকাগন উপস্হিত ছিলেন। সভায় দেশ ও জাতির সুখ সমৃদ্ধি ও সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন মাওঃ মখলিছুর রহমান।