গোয়াইনঘাটে এ বৎসর মোট এসএসসি পরিক্ষার্থী ছিলেন ৩ হাজার ৫৬৫ জন। পাশ করেছেন ২ হাজার ৮৪৭ জন। পাশের হার ৭৯.৮৬%। এ প্লাস পেয়েছেন ১শত ৯ জন পরিক্ষার্থী। সর্বোচ্চ এ প্লাস পেয়েছে আমীর মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ। ঐ বিদ্যালয়ের মোট ৩৮১ জন পরীক্ষার্থীর মধ্যে ২২টি এ প্লাস নিয়ে পাশ করে২৯৭ জন।
দাখিল পরীক্ষায় ১১টি মাদরাসর মোট ২২৪ জন পরিক্ষার্থীর মধ্যে পাশ করছেন১৭৭ জন। পাশের হার ৭৯.০১%। একটিমাত্র জিপিএ ৫ এসেছে বারহাল আলীম মাদরাসায়।