মিশিগান বাংলা থিয়েটারের শুভ উদ্বোধন - Shimanterahban24
March 23, 2023

Shimanterahban24

Online News Paper

মিশিগান বাংলা থিয়েটারের শুভ উদ্বোধন

1 min read

শফিক রহমান (ভয়েস অব মিশিগান ইউএসএ) :: গত ২৫ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টায় হ্যামট্রামিক সিটির চেরেষ্ট স্ট্রীটে সামাজিক, সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই নাট্য সংগঠক ও সাংস্কৃতিক কর্মী সঞ্জয় দেব উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানান। বিশ্ব আমার মঞ্চ, আমি তার কুশীলব এই স্লোগানকে সামনে রেখে এখানকার সাংস্কৃতিক ও নাট্যকর্মীদের নিয়ে আলাপ আলোচনান্তে মিশিগান বাংলা থিয়েটারের নতুন পদযাত্রা শুরু হয়।

এতে আলোচনায় অংশ নেন নাট্য নির্দেশক ও রম্য লেখক হারান কান্তি সেন, নাট্যকর্মী জুয়েল খান, সংগঠক নিরঞ্জন দাস নিরু, অরবিন্দ দেব, নাট্যকর্মী শর্মিলা দেব শমি।
অদিতি দেব মৌমি ও মৌসুমী দাস মুন্নী তারা দেশের ন্যায় প্রবাসেও বাংলা সংস্কৃতি ও নাট্য চর্চা অব্যাহত রাখতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন ও প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু কিশোর-কিশোরী, যুবক-যুবতীদেরকে লেখা পড়ার পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক চর্চা ছড়িয়ে দিতে তাদের এই প্রচেষ্টার কথা জানান ও সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।

সভায় সর্বসম্মতিক্রমে রম্য লেখক হারান কান্তি সেনকে আহ্বায়ক ও নিরঞ্জন দাস নিরুকে যুগ্ম-আহ্বায়ক ও সঞ্জয় দেবকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পরে আয়োজকবৃন্দ কেক কেটে মিশিগান বাংলা থিয়েটারের শুভ উদ্বোধন করেন। এতে মিশিগানের বিভিন্ন পর্যায়ের সামাজিক, সাংস্কৃতিক, নাট্যকর্মী ও প্রেস মিডিয়াকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.